এস,আর শরিফুল ইসলাম রতন লালমনিরহাট।
আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেল তিনটায় লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
মত বিনিময়কালে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মাদক, জুয়া,চোরাচালান সহ নানা অপকমর্মের সাথে জড়িত অপরাধী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে পুলিশের আসু পদক্ষেপ প্রত্যাশা করেন। এ সময় নবাগত পুলিশ সুপার বলেন নতুন বাংলাদেশ বির্নিমানে তাকে এই জেলায় নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার মেধা দক্ষতা দিয়ে পুলিশের সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার চেস্টা করবেন।এই সময় বক্তব্য রাখেন সাংবাদিকদের পক্ষে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন ডেইলি স্টার এর জেলা প্রতিনিধি এস দিলীপ রায়। দেশ টিভি জেলা প্রতিনিধি জামাল বাদশা বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল লালমনিরহাট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাখারুল ইসলাম মজনু আমার সংবাদ প্রতিনিধি সাদেকুল ইসলাম প্রমুখ।
জেলা কর্মরত সাংবাদিকগণের কাছে তিনি সহযোগিতা প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক, প্রিন্টও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন