আব্দুল লতিফ সরকার,স্টাফ রির্পোটারঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাঠে মাটি ভরাট করার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। গতকাল বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়া এলাকার ঈদগাহ মাঠ থেকে মর্টার শেলটি পাওয়া যায়।
এ বিষয়ে ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আহসান হাবীব লাভলু বলেন, শ্রমিকরা ঈদগাহ মাঠে মাটি ভরাট কাজ করার সময় সন্ধ্যার দিকে মর্টার শেলটি দেখতে পায়। পরে সেটি ঈদগাহ মাঠের ঘরে রেখে থানায় খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা মর্টার শেলের ব্যাপারে সেনাবাহিনীকে জানানো হয়েছে। তাদের বোম স্কোয়াড স্টিম আসলে তিস্তা চরের ফাঁকা কোনো স্থানে নিয়ে এটি নিষ্ফোরণ করার চেষ্টা করা হবে।