লালমনিরহাট প্রতিনিধিঃ
৫ আগষ্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ও দেশ ছেরে পালিয়ে যাওয়ার পর পরেই শুরু হয় সারাদেশে জুড়ে তান্ডব, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, তারেই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এর মতো ঘটনা ঘটিয়েছে দৃবৃর্তরা,রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (আওয়ামীলীগ সমর্থিত) মোফাজ্জল হোসেন মোফার রাজপুর ইউনিয়নে তামাকের গোডাউনে হামলা করে লুট করে নিয়েছে প্রায় ১৬ শত মন তামাক যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি টাকা, রাজপুর ইউনিয়ন বিএনপির নেতা আতাউর রহমান আতা মেম্বার এর নির্দেশে এই তামাকের গোডাউন লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, আতা মেম্বার এর নির্দেশে তার দলীয় ক্যাডার বাহিনী গোকুন্ডা ইউনিয়নের আমিরুল, এনামুল, হাকিম ও সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হামিদুল মাষ্টার, নাজমুল এবং আনির।
এরপর গত ৮ আগষ্ট চেয়ারম্যান মোফা তার বাড়ী রাজপুর নদীর ওপারে থেকে তার আর একটি তামাক গোডাউন থেকে ২০৬ মন তামাক ট্রাক যোগে হারাগাছ পৌরসভা এলাকায় নিয়ে যাওয়ার পথে রাজপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাজা মিয়ার নির্দেশে তার দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা তামাকের ট্রাক টি আটক করে সমস্ত তামাক লুট করে নিয়ে গিয়ে তার বাড়ির গোডাউনে রক্ষিত রাখে। তার কাছে তামাক আটকের কথা জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন পরে তামাক নিয়ে যাওয়ার ঘটনাটি স্বিকার করেন এবং বলেন যে আমি চেয়ারম্যান মোফার কাছে টাকা পাবো সে কারনে তামাক গুলো আটক করেছি, এ ব্যপারে তামাকের মালিক মোফাজ্জল হোসেন মোফা চেয়ারম্যান এর নিকট যানতে চাইলে তিনি বলেন সাজা মেম্বার আমার কাছে ২ লাখ টাকা পেতো তা আমি অনেকদিন আগে পরিশোধ করে দিয়েছি। মোফা চেয়ারম্যান আরো বলেন রাজপুরে আমার তামাকের গোডাউন লুট ও আমার বাড়ির গোডাউন থেকে তামাক হারাগাছ নিয়ে যাওয়ার সময় লুট এসব কোন টাকা পয়সা পাওনা দাওনার কোন বিষয় না আমি আওয়ামী লীগ এর রাজনীতি করি এটাই আমার অপরাধ। আমি বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত ছাত্রদের ৩ টি হত্যা মামলায় আত্মগোপন করে আছি আর সন্ত্রাসীরা এই সুযোগ কে কাজে লাগিয়ে আমার কোটি টাকার তামাক লুট করে নিয়ে যায়। আমি বর্তমান তত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি যাতে করে আমার গোডাউনে রক্ষিত কোটি টাকার তামাক ফেরতের আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।