নাজমুস সাকিব, ঝিনাইদহ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ৯টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করে।
পরে পুলিশ বিভাগের পক্ষে জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইদুল করিম মিন্টু’র নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল, সাবেক সংসদ শফিকুল ইসলাম অপুসহ অন্যন্যা নেতৃবৃন্দ।
এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস।