লিয়াকত আলী লালমনিরহাট(আদিতমারী) প্রতিনিধি
বুড়িমারী টু ঢাকা মহাসড়কের একাংশ বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কটি এখন যেনো পথচারীদের কাছে মৃত্যুপুরি। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা চলমান এই সড়কটিতে। এক লেনের এই সড়কটিতে প্রতিনিয়ত ছুটে চলছে ছোট-বড়-মাঝারি ধরণের যানবাহন। বিশেষ করে, ব্যাটারি চালিত পরিবহন (যেমনঃ অটো, অটো রিক্সা, ব্যাটারি
চালিত ভ্যান) আর পাথর-বালু ভর্তি ট্রাকের দখলে থাকে সড়কটি। ব্যাটারি চালিত যানবাহন সমূহের অসর্তকতা ও ট্রাকের বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ।গত ২৫ শে ফেব্রুয়ারি থেকে ০১ লা মার্চ ১০ দিনে চার (০৪) জন নিহত। ২৫ শে ফেব্রুয়ারি লালমনিরহাট পুলিশ লাইনের সামনে ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ (১৫) নিহত হয়,২৭ শে ফেব্রুয়ারি সাপ্টিবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় টলী চালক ফরিদুল ইসলাম (২৫) নিহত হয়, ২৯ শে
ফেব্রুয়ারি ট্রাক ও ব্যাটারি চালিত পরিবহনের সংঘর্ষে মাস্টার্স পরীক্ষার্থী সোহেল রানা(২৫) নিহত হয়, ০১ লা মার্চ মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন সোলায়মান(৭০) নিহত হয়। স্থানীয় পথচারীদের মতে, সড়কটিতে বেপরোয়াভাবে যানবাহন চলাচল, ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলা, সড়কের মধ্যে ব্যাটারি চালিত যানবাহন থামিয়ে যাত্রী ওঠা-নামা করা, ওভার লোডসহ বিভিন্ন কারণে এধরণের দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে।
পথচারীদের দাবি, যত দ্রুত সম্ভব এই ব্যস্ততম সড়কটি যেনো চার লেনে রুপান্ত করা হয়।