মো:জাহিদুল ইসলাম. গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় স্কাউট ইউনিটের আয়োজনে ০৭ -০৮ সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার ২ দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন – শ্রী নকুল চন্দ্র, (এলটি), বাংলাদেশ স্কাউটস।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, উপ-আঞ্চলিক কমিশনার দিনাজপুর অঞ্চল। মোঃ আব্দুল আন্নান (এএলটি) ও জেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা, মোঃ রেজাউল করিম, ইউনিট লিডার, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় স্কাউট ইউনিট , মোঃ মেহেদী হাসান, আশিকুর রহমান আশিক,সাবেক সিনিয়র উপদল নেতা,গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় স্কাউট ইউনিট। ও রাকিবুল ইসলাম রাকিব বর্তমান সিনিয়র উপদল নেতা সহ প্রমুখ।
এক দিনের ক্যাম্প শেষে সকল
সদস্যদের দিক্ষা ও ব্যাচ প্রদান করেন জনাব সুশান্ত কুমার দেব, সভাপতি, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় স্কাউট ইউনিট ও প্রধান শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।