এস এম আলমগীর চাঁদ ( পাবনা জেলা প্রতিনিধি )
পাবনার সাঁথিয়ায় ট্রাকের নীচে চাপা পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে । নিহত মুক্তিযোদ্ধার নাম আকশেদ আলী ।
সে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলীর ছেলে । এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার ( 3 মার্চ ) বেলা এগারোটা টার দিকে মুক্তিযোদ্ধা আকসেদ আলী ডেমরা –বাড়াবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাথাইলহাট নামক স্থানে একটি চা এর দোকানে চা খেতে বসে ছিলেন । ডেমরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে চাকার সমস্যা জনিত কারনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথাইলহাট বাজারে উক্ত চা এর দোকানের মধ্যে ঢুকে পড়ে । এবং সেখানে অপেক্ষা রত লোকজনের উপর পতিত হয় । ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকা পানচার হওয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পডলে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন । এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং নিহত কে দাফনের ব্যবস্থা করা হয়েছে ।