সাতক্ষীরা সরকারি কলেজে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মোঃ রাশেদ মিলন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দোষীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন অনুষ্ঠিত।

প্র‍সঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রী উৎসব মণ্ডল নামের খুলনার এক যুবক  মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
শ্রী উৎসব মণ্ডলকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজ এর মেইন গেটে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানবন বন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা “আমার সোনার বাংলায় সাম্প্র‍দায়িকতার ঠাই নাই” “বিশ্ব নবীর অপমান, মানি না মানবো না।” “বিচার চাই, বিচার চাই, উৎসব মন্ডলের বিচার চাই।”
“নাস্তিকতার ঠাঁই নাই,আমার সোনার বাংলায়।”এমন নানা প্র‍তিবাদী শ্লোগান স্বলিত প্লাকার্ড প্র‍দর্শন করেন।

ধর্মীয় সম্পৃতি ও ভ্র‍তৃত্ব রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের এই মানববন্ধ আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন শিক্ষবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করেন,রিয়াজ রহমান,সাদিক ইবনে মুজিব,
ফায়জুর রহমান,হাসিবুল আলম,নূর আলম
সাগর আহমেদ,সাইদুর রহমান রাফি।

সাতক্ষীরা সরকারি কলেজের  প্রাণিবিদ্যা
বিভাগের ৩য় বর্ষের এর শিক্ষার্থী রিয়াজ রহমান বলেন,ধর্ম অবমাননা কাম্য নয়।আমাদেরকে সকল ধর্মের প্র‍তি শ্রদ্ধাশীল হতে হবে। বিশ্ব মানবতার মক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এদেশের ধর্মপ্র‍াণ মুসলিমরা মেনে নিবে না।
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও কটূক্তি কারী  শ্রী উৎসব মণ্ডল এর যথা যথা শাস্তি নিশ্চি করার দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের আজকের এই নামব বন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *