মোঃমনির মন্ডল,সাভারঃ
সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ পদোন্নতি পেয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন। সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার স্থলাভিসিক্ত হচ্ছেন শেখ নুরুল আলম। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাগুপ্তা হক স্বাক্ষরিত এক আদেশে আজ সোমবার এ তথ্য জানানো হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শেখ নুরুল আলম আগামী সপ্তাহে কর্মস্থলে যোগ দিবেন বলে জানা গেছে।
জানা গেছে, শেখ নুরুল আলম খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি আজ সোমবার সকালে তার কর্মস্থল ডুমুরিয়া থেকে বিদায় নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন।