জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর):
৫০ বছর পূর্তি সূবর্ণ জয়ন্তী স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার”স্লোগানকে সামনে রেখে গত পহেলা মার্চ থেকে ৫ মার্চ ঢাকা গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী রোভার মুট -২০২৪।
প্রতিবারের মতো এবারও এতে অংশ নিচ্ছে সরকারি ইসলামপুর কলেজ রোভার স্কাউট দল।
গত বুধবার রাত সন্ধ্যায় সরকারি ইসলামপুর কলেজ হতে যাত্রা শুরু করে পরদিন ভোরে রোভার স্কাউট কেন্দ্র গাজীপুরে পৌঁছায় ইসলামপুর কলেজ রোভার স্কাউটের সদস্যরা।
এতে রোভার মুটে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা রোভার এবং রোভারমেট এবং সদস্যরা।
সরকারি ইসলাপুর রোভার স্কাউট দলের নেতৃত্ব দিচ্ছেন রোভার স্কাউট নেতা ফারুক হেসেন।
রোভার মুটে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা হলেন মোঃ সাব্বির, হানিফ, হোসেন, আবু সাঈদ, জামিল,মো: হিরু,মো: সবুজ সহ আরো বেশ কিছু শিক্ষার্থী।
সরকারি ইসলামপুর কলেজের ফেজিক্যাল ও রোভার টিচার মো: সোলাইমান হক বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা অংশ নিচ্ছি রোভার মুটে। এ যাবৎ অসংখ্য সম্মাননা পেয়েছি আমরা। এবারও আমরা বিজয়ীদের কাতারে থাকবো ইনশাআল্লাহ