হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে দুই ডাকাত সহ একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো: জোবাইর বিশেষ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে চকরিয়া থানার অন্তর্গত হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯টি মামলার আসামি সহ একটি চোরাই কৃত মোটরসাইকেল উদ্ধার করে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্স রা
এ সময় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি সাংবাদিকদের বলেন আমরা কোনো অপরাধী ছাড় দিবো না,এখন থেকে অপরাধীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করলাম।

হারবাং পুলিশ ফাঁড়ীর আইসি মোঃ ফরিদ এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী পিপিএম, এএসআই সোলায়মান খান, ফোর্সসহ ২২/০৯/২০২৪ রাত ০২.৪৫ ঘটিকার সময় হারবাং নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা দুর্ধর্ষ ডাকাত ১০ মামলার পলাতক আসামী ১) আব্দুল করিম প্রকাশ করিম ডাকাত (৩২), পিতা-ওয়াছের আলী, সাং-লাইনঝিরি, ৮নং ওয়ার্ড, থানা-লামা, জেলা-বান্দরবান এবং ৪ মামলার পলাতক ডাকাত ২) ইয়াছিন আরাফাত @ ইশফাত(৩০), পিতা-নাজিম উদ্দিন, সাং-করাইয়াঘোনা, ৫নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার কে ধৃত করেন। আসামীদের হেফাজত হইতে ১টি XCD-125 চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে মামলা অং ৪০, তারিখ ২২/০৯/২৪, ধারা-৪১৩ রুজু হয়েছে। তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই কাজে জড়িত।
এছাড়া হারবাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত বিচার মামলা নং-১৬/০২ (ছিনতাই) মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুল ইসলাম @ ছোটন (৪৫), পিতা-কবির আহম্মদ মেম্বার, সাং-নোয়াপাড়া(হারবাং), থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার কে ধৃত করে আদালতে সোর্পদ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *