শহিদুল ইসলাম রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুরে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মিঠাপুকুর প্রেস ক্লাবের’ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি: নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি, শেখ শাদী সরকার এবং সাধারণ সম্পাদক, নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি,মেহেদী হাসান রিপুল।
সোমবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে আহবায়ক কমিটির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক সবার সম্মতি ক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন অনুমোদন করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন,দৈনিক ইত্তেফাকের শামীম আখতার, সিনিয়র সভাপতি,দৈনিক সংগ্রামের, হাফিজুর রহমান (সহসভাপতি),যুগ্ম সাধারণ সম্পাদক- রুবেল হুসাইন সংগ্রাম,দৈনিক যায়যায়দিন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক আওয়ার বাংলাদেশের আশিকুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক বাংলার দূতের, আজিজুল ইসলাম মজুমদার ,কোষাধ্যক্ষ- শাহিন মন্ডল(নয়াদিগন্ত) দপ্তর সম্পাদক- রুবেল ইসলাম,সহ দপ্তর সম্পাদক- রায়হান কবির, প্রচার সম্পাদক- শাকিল আহমেদ (দৈনিক পরিবেশ), ধর্ম বিষয়ক সম্পাদক- আলোকিত বাংলাদেশের সুলতান মারজান,ক্রীড়া বিষয়ক সম্পাদক দি নিউ নেশনের বিপ্লব রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক- দৈনিক সংবাদের আনোয়ার হোসেন রাব্বি এবং ১নং কার্য নির্বাহী সদস্য করা হয় আজকের পত্রিকার, প্রদীপ কুমার গোস্বামীকে।খবর বিজ্ঞপ্তি।