মো:জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা সদর উপজেলা।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য, নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিয়ে যেতে হোক বিনিয়োগ। নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।উপলক্ষে ০৭মার্চ ২০২৪ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন কৃর্তক বাস্তবায়িত কমিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি ( ক্রিয়া) পরিকল্পের আওতায় গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ফজলুপুর চর চন্দনশ্বর উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ছাত্র-ছাত্রীর মধ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চর এলাকার, কিশোর কিশোরী,নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সচেতন মূলক, সম্মিলিত প্লে কার্ড, রেলি ব্যানারসহ আলোচনা সভার আয়োজন করেন, উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন,উপজেলা ফুলছড়ির মহিলা ভাইস চেয়ারম্যান, মোছা:আনজুয়ার বেগম (মেরি)তিনি বলেন, ফুলছড়ি উপজেলার ফজলুরপুর ইউনিয়ন প্রাকৃতিক ভাবে ঝুঁকিপূর্ণ , শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই ইউনিয়ন, প্রতিবছরে ইউনিয়নে বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ি ভেঙ্গে যায়। নানা সমস্যা,সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যায় বন্যায়,এখনকার নারীদের অধিকার আদায়ে সচেতন হতে হবে।উন্নয়নের জন্য সকল নারীদের কে এক সঙ্গে কাজ করতে হবে,