র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ০০:৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মোড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯৯ (নিরানব্বই) বোতল ফেনসিডিলসহ ০৩ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।