সুরুজ্জামান রাসেল,গাজীপুর
গত শুক্রবার ২৩ ফ্রেরুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি পূবাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১০০পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
জিএমপি পূবাইল থানার এসআই উত্তম কুমার সূত্রধর (নিরস্ত্র) সঙ্গীয়, এএসআই শফিকুল ইসলাম ও তার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন বিভিন্ন এলাকা হতে এই অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হল (১) গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানার সোরল গ্রাম নিবাসী বিল্লাল ব্যাপারী ছেলে মোঃ আবুল কাশেম (৫৮)
(২) ঝালকাঠি নলছিটি থানার তিমিরকাঠী নিবাসী জিন্নাত আলী গাজীর ছেলে মোঃ বাবু উরফে বাবুল (৪০)।
জিএমপি পুবাইল থানা জানায়, আসামী মোঃ আবুল কাশেম (৫৮) নিজ বাসা হতে ৫০পিস ইয়াবাসহ এবং আসামী মোঃ বাবু @ বাবুল (৪০) (মালেক মোল্লার বাড়ীর ভাড়াটিয়া) চামুড্ডা এলাকা হতে ৫০পিস ইয়াবা মোট ১০০পিস ইয়াবা সহ তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত ১০০পিস ইয়াবা আলামত সহ থানায় হাজির করে এজাহার দায়ের করিয়া আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।