স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন ।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে,।
আজ ০৯ ই মার্চ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় স্বাধীনতা কাপ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
২৪ টি ক্রিকেট টীম এর অংশগ্রহণে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট টি সমাপ্ত হলো ।

বিকাল ৩ টায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠানে

সাবেক কালীগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন (স্বপন) এর সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা রুপককে ও ফয়সাল সরকারের যৌথ সঞ্চালনায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুনামেন্ট টি অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা কাপ ক্রিকেট ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো, কিন্তু রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি: বীর মুক্তিযুদ্ধা জনাব আখতার উজ্জামান
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন : এডভোকেট আশরাফী মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ।

পতাকা উওোলন করেন: বাদল হোসেন ভূইয়া, কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড ও সভাপতি কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : আজাদ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ।
জসিম উদ্দিন তাঁরা, সাবেক কাউন্সিলর ৩ নং ওয়ার্ড কালীগঞ্জ পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ইব্রাহিম খন্দকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
আফসার হোসেন রাজ,কাউন্সিলর ২ নং ওয়ার্ড কালীগঞ্জ পৌরসভা, ও সাবেক সভাপতি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
মোহাম্মদ আলী, সাবেক সভাপতি, কালীগঞ্জ পৌর শ্রমিক লীগ।
জহিরুল হক জহির,সদস্য, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
বাবু বাগমার, সদস্য, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
আলী আল মারুফ ( অনিক), বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, কালীগঞ্জ, গাজীপুর।
স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন:আযোজক কমিটির সভাপতি কালীগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ পৌর ছাত্র লীগের সভাপতি আলী আল রাফু (অমিত)।

আজ ফাইনাল খেলায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন মুনসুপুর ইয়াং স্টার বনাম তুমুলিয়া বেস্ট ইলোভেন।

ক্রিকেট টুনামেন্টে আম্পায়ার হিসেবে ছিলেন : (১)রাবিদ,(২) আরাফাত ,(৩) রাব্বী।
ম্যান অব দা ম্যাচ: কাউসার।
ম্যান অব দা টুর্নামেন্ট : শাকিল।
স্কোরারের দায়িত্ব পালন করেন :রায়হান ।

প্রধান আলোচক তার বক্তব্য বলেন: মাদক একটি সামাজিক ব্যাধি,মাদক মুক্ত সমাজ গড়ি,খেলাধুলায় সময় ব্যায় করি।
এই ভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করলে সমাজ থেকে মাদক মুক্ত হবে।
স্বাধীনতা কাপ ক্রিকেট টুনামেন্টের আয়োজক কমিটির সভাপতি আলী আল রাফু (অমিত) বলেন , স্বাধীনতার কথা স্মরণ করে, আমরা স্বাধীনতা কাপ ক্রিকেট টুনামেন্ট এর আয়োজন করেছি, আমি মনে করি যদি এই ধারা অব্যাহত থাকে, সমাজ মাদক মুক্ত হবে, তাই আমরা চেষ্টা করবো এমন টুনামেন্ট এর আয়োজন করতে।
বিজয়ী দল মুনসুরপুর ইংয়ং স্টার একাদশ কে রেফ্রিজারেটর ও মেডেল তুলে দেন সকল অতিথিরা।
পরাজিত একাদশ তুমুলিয়া বেস্ট ইলাভেন এর হাতে মেডেল ও এলইডি টেলিভিশন তুলে দেন।
স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় শতশত
ক্রিকেটপ্রেমী ভক্ত দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *