দিনাজপুরের হিলিতে রসুনের দাম কমলো

আজাহারুল ইসলাম আকাশ দিনাজপুর

দিনাজপুরের হিলিতে
সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। বাজারে দেশীয় নতুন রসুনের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে প্রতি দোকানেই রসুনের ভালো সরবরাহ রয়েছে। বিক্রেতারা জানান, বেচাকেনাও বেড়েছে মসলাজাত পণ্যটির। বর্তমানে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে মানভেদে ১২০-১৪০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০-২০০ টাকা।

রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। একই সময়ে রসুনের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। হিলি বাজারে রসুন কিনতে আসা আবু সাইদ নামের একজন বলেন, ‘‌আগামীকাল পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ফলে আদা-রসুন-পেঁয়াজসহ অন্যান্য মসলা কিনতে এসেছি। সবকিছুর বাড়তি দাম। তবে রসুনের দাম কমেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *