ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

নাজমুস সাকিব, ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *