খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

আল আমিন রনি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুইমারা কলেজিয়েট হাই স্কুল প্রাঙ্গণে এ বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন।

এসময় বই পাঠ উৎসব প্রতিযোগিতায় গুইমারা কলেজিয়েট হাই স্কুল ও গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ উপলক্ষ্যে অতিথিরা বলেন, “বই পড়বে, বই কিনবে। বই কিনে কেউ দেওলিয়া হয় না। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে, তরুণ প্রজন্মরা মোবাইল ফেসবুকে অবাধে বিচরণ করছে। এ সকল বিষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সপ্তাহব্যাপী বই পাঠের উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য।”
অতিথিরা আরো বলেন, “বই পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যেমন গল্পের বইয়ের বিভিন্ন চরিত্র, ইতিহাস, পটভূমি, গল্পের উদ্দেশ্যসহ ধারাবাহিকভাবে রাখা উচিত। এ সমস্ত তথ্যভান্ডার আমাদের কাছে বোঝা মনে হলেও মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা রয়েছে সবকিছু মনে রাখার মতো। প্রতিটি বই মস্তিষ্কের নতুন স্মৃতি একটি নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম। এর ফলে বিদ্যমান স্মৃতিকে আরও শক্তিশালী করে এবং স্বল্পমেয়াদী স্মৃতিকে আরও উন্নত করে।”
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীনসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *