নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না–হুইপ মাশরাফি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে জুনে ২৫০ বেডের ভবনটি চালু হলে রোগীর চাপ সামলাতে কষ্ট হবে না–হুইপ মাশরাফি। জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব। হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে ৩ শতাধিক। জুনে নির্মাণাধীন ২৫০ বেডের ভবনটি স্থানান্তরের কথা আছে। সেটি চালু হলেও রোগীর চাপ সামলাতে যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের ব্যাপারে মাশরাফি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।
এ সময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে গুরুত্ব সহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *