গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কীট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

আজ ০৬ মার্চ, গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড ও ড্রিল সেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব আল- বেলী আফিফা পিপিএম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ), জনাব কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ( ক্রাইম এন্ড অপস)মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(মুকসুদপুর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মাস্টার প্যারেড পরিচালনা করেন পরিদর্শক মো: মিরাজ হোসেন ( ভারপ্রাপ্ত আর,আই), গোপালগঞ্জ পুলিশ লাইনস।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে মাদকের বিস্তার, নিয়মতান্তিক ভাবে ডিউটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *