গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫উপজেলার সকল প্র্রর্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন নির্বাচন রিটানিং কর্মকর্তারা। নির্বাচনী বিধি নিষেধ নিয়ে প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম , জেলা নির্বাচন করর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক । বৃহস্পতিবার ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক হল রুম সচ্ছতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ২য় পর্যায়ের রিটানিং অফিসার গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। মত বিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার দিক নির্দেশনা সহ বিভিন্ন নির্বাচনী পরামর্শ দেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও ১ম পর্যায়ের রিটানিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আসিচুর রহমান, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান, কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ফিরোজ আলম , কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোকসুদপুর থানার ভারপ্রাপ্ত সহ গোপালগঞ্জ সকল উপজেলার প্রর্থীগন উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *