ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পানকাতা প্রতিরোধ দিবস পা‌লিত ।

শ‌হিদুল ইসলাম : ধনবাড়ী প্রতি‌নি‌ধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপ‌জেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা গ্রামে পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পানকাতা প্রতিরোধ দিবস উপলক্ষে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জামায়াত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ২০০৬ সালের দুর্বার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে পানকাতা জনপদের আপামর জনগন। জনসাধারণের দুঃসাহসিক গণ আন্দোলনের কালজয়ী সাক্ষী পানকাতা।

গতকাল বিকেল ৩ টায় পানকাতা’র সর্বস্তরের জনগণ এর আয়োজনে
পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে জনসভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের ফ‌ুলেল শু‌ভেচ্ছা জানা‌নো হয়।

উক্ত অনুষ্ঠানে মো: লতিফুর রহমান সুমন এর সঞ্চালনায় মুহাম্মদ মোফাখখারুল ইসলাম, প্রধান শিক্ষক পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: আব্দুর রাজ্জাক এমপি সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
এডভোকেট জোয়াহেরুল ইসলাম
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, টাঙ্গাইল জেলা শাখা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানভীর হাসান ছোট মনির জাতীয় সংসদ সদস্য, টাঙ্গাইল-২ (গোপালপুর, ভূয়াপুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হারুনার রশিদ হীরা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধনবাড়ী, টাঙ্গাইল,
মীর ফারুক আহমাদ ফরিদ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ধনবাড়ী উপজেলা শাখা। খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখা।

জনসভায় প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে তারা ২০০৬ সালের বিএনপি জামায়াত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার পানকাতা জনসাধারণের দুঃসাহসিক আন্দোলনের স্মৃতিচারণ ক‌রেন।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন ,ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব, ধনবাড়ী উপ‌জেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।

জনসভা শে‌ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *