বইমেলার শেষ দিনে ছন্দপুরের যাত্রা শুরু

জাবির আহম্মেদ জিহাদ(ঢাকা):

জনপ্রিয় শিশু সাহিত্যিক দৈনিক যায়যায়দিন পত্রিকার হাট্টিমা-টিম টিম  পাতার সম্পাদক প্রিন্স আশরাফ সম্পাদিত “ছন্দপুর “নামাক যৌথ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

শনিবার (২ মার্চ) উক্ত গ্রন্থের সম্পাদকের এক পোস্ট থেকে জানা যায়, ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে ছন্দপুরের শুভ যাত্রা শুরু হয়।তবে ঢাকার বাইরে তিনি এক বনভোজনে থাকায় উক্ত আয়োজনে অংশ নিতে পারেননি।

পিন্স আশরাফ ছন্দপুর এবং নয়েজ প্রকাশনির জন্য শুভকামমা জানান।

বইটি অমর একুশে বই মেলার বাংলা একাডেমী ৮২৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছিল।

ছন্দপুরের প্রকাশক সুকমন সুলতান, ছন্দপুরে বসে সুস্বাদু খিচুড়ির জন্য সাফিয়া খন্দকার রেখা আপকে ধন্যবাদ জানান।

তিনি আরো জানান, অমর একুশে বইমেলা ২০২৪ এ স্টলে বসে শেষ খাওয়া এটিই ছিল আমার ।

ছন্দপুরের লেখক -পাঠকদের উদ্দ্যেশে তিনি বলেন, বেঁচে থাকলে ছন্দপুর আগামী বছর আবারো আসবে।

এ কাব্যগ্রন্থে এলটিভি নিয়মিত রির্পোটার জাবির আহম্মেদ জিহাদের ব্যাঙের সর্দি নামক একখান ছড়াও আছে।

এ ছড়াটি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গতবছরের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল।

ছন্দপুরে এ ছড়াটি প্রকাশিত হওয়ায়, প্রিন্স আশরাফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *