বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু’র১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

৭মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম
জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপনে চট্রগ্রামের বন্দর ইপিজেড-পতেঙ্গাস্থ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে ।

ইপিজেড,৩৯নংওয়ার্ড আঃ লীগ : সংগঠনের দলীয় কার্যালয় বন্দরটিলা দুপুর ২টায় তে,
বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় আয়োজন করেছে। এসময় উপস্থিত ছিলেন থানা কমিটির সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম আফজল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, কাউন্সিলর ও সাধারণ সম্পাদক হাজী মোঃ জিয়াউল হক সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ তাহের, আঃ লীগ নেতা লোকমান হাকিম, হাজী আক্কাস উদ্দিন সওদাগর,সেলিম রেজা, মোঃ হারুন উর রশীদ সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যথাযথ ভাবে উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে ৪০ নং ওয়ার্ডে কাঠগড় মোড়ে দলীয় অফিসে সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আজাদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় আয়োজন করেন। একই ভাবে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তান কে। এসময় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দর মধ্যে সহ-সভাপতি ওয়াহিদুল আলম মাষ্টার, নূরুল আলম টেন্ডল, ওয়াহিদুল আলম চৌধুরী, তানভীর চৌধুরী, ফরিদুল ইসলাম পরাগ, মোঃ লোকমান, আঃ লীগ নেতা শাকিল হারুন সহযোগীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
চিটাগাং আইডিয়াল স্কুল: পতেঙ্গাস্থ আইডিয়াল ট্রাষ্টের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এস এম দিদারুল আলমের সভাপতিত্বে ১৭ মার্চ রোববার সকালে স্কুল মিলনায়তনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন পালন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলী, সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হক, নাজির পাড়া শাখার প্রধান শিক্ষক মোঃ স্বপন‌ মিয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় এই দিবস পালন করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়।
১৭ মার্চ রোববার সকালে স্কুল মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, ছবি আঁকা, কবিতা ও ছড়া পাঠ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক অতিথি ছিলেন সভাপতি মোঃ সেলিম আফজল, বিশেষ অতিথি সদস্য সৈয়দ আনোয়ারুল করিম রুশদি, হাজী মোঃ নাছির উদ্দিন, সদস্য মিসেস রোখসানা খানম,শিক্ষক ওসমান গনি।‌সিনিয়র শিক্ষক শি: রঞ্জন ঘোষাল সরকারে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী, বাবু মিলন চক্রবর্তী, শুভাশিস নন্দী, মুনিরুল আনোয়ার, ফেরদৌস আরা চৌধুরী, শাহীনা আক্তার, হুমায় আরা বেগম প্রমুখ। ৩৮ নং ওয়ার্ডে আঃ লীগ সভাপতি হাজী মোঃ হাসান মুরাদ এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বন্দর ৩৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হাজী মোঃ আঃ মান্নান এর তত্ত্বাবধানে মুনির নগর এলাকায় জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে পালন করতে দেখা গেছে।ব্যারিষ্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ,নিউ মুরিং আই কে স্কুল,মোহাম্মদীয়া সরকারি, উদয়ন আইডিয়াল স্কুল,বেপজা পাবলিক স্কুল, কাটাখালী আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৌবাহিনী স্কুল, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা চসিক মহিলা মহাবিদ্যালয় , ইসমাইল সুকানী, দক্ষিণ হালিশহর কেজি স্কুল, হাফেজ আব্দুল হক শাহ আইডিয়াল স্কুল,দারুল হিকমাহ মাদ্রাসা,সাউথ সিটি পাবলিক স্কুল, মমতা স্কুল এন্ড কলেজে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *