বৈধ কাগজপত্র থাকলেও হয়রানীর শিকার গভীর নলকূপের ব্যবস্থাপক হারুণ

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ)

বৈধ কাগজপত্র থাকার পরেও হয়নারীর শিকার হচ্ছেন বলে দাবী করেছেন এক গভীর নলকূপের ব্যবস্থাপক আব্দুল্লাহ হারুন। তিনি কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্রামের মৃত শাহজাহান আলীর পুত্র। এই ঘটনায় শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালে রেজুলেশনের মাধ্যমে বিএডিসির একটি গভীর নলকূপের ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব নেন আব্দুল্লাহ হারুনের পিতা শাহজাহান আলী। সেসময়ে তার চাচা নুরুল ইসলাম ওই সেচের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৮ সালে ওই সেচের সবকিছু চুরি হয়ে যায়। ফলে তখন থেকে ২০০৪ সাল পর্যন্ত সংযোগটি পুরোপুরি বন্ধ থাকে। ২০০৫ সালে পানাসী প্রকল্পের মাধ্যেমে ৯টি পোল μয় করে দফায় দফায় মিটিং করে ৬ জন্য ব্যক্তিকে শেয়ার দিয়ে অনেক অর্থ ব্যয়ে ম্যানেজারের দায়িত্ব নিয়ে সংযোগটি চালু করেন আব্দুল্লাহ হারুন। এরপর গত ০২/১২/২০১২ তারিখে আবারো ওই সংযোগের ট্রান্সফরমার ও মিটার চুরি হয়ে যায়। কৃষকের স্বার্থে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে আবারো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *