যশোরের স্পাইডারম্যান শামীম ডিবির জালে আটক

  •  পারভেজ আলী মোহর

যশোরের স্পাইডারম্যান খ্যাত চোর   শামীম ডিবির জালে আটক হয়েছে। অভিনব কৌশলে বিলাশ বহুল ভবনে ঢুকে তার মতো চুরি আর কেউ করতে পারেনি। যেকারণে কুখ্যাত এই চোর স্পাইডারম্যান চোর নামে পরিচিত। দফায় দফায় ধরাও পড়েছে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে। কিন্তু কখনই দীর্ঘ সময় তাকে থাকতে হয়নি কারাগারে। আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে সে আটঘাট বেধে নেমে পড়ে চুরির কাজে। চুরির টাকায় অল্প বয়সি এই চোর শংকরপুর বাস টার্মিনাল এলাকায় বানিয়েছে কোটি টাকা ব্যয়ে আলীশ্বান বাড়ি। গত কয়েকদিন ডিবির এলআইসি টিম তাকে ধরতে নানা প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অবশেষে সফল হয়েছে।গতকাল 
যশোর ডিবির এসআই শামীম হোসেন ও মফিজুল ইসলাম এবং এএসআই রঞ্জন বসুর নেতৃত্বে একদল চৌকস ফোর্স স্পাইডারম্যান নামে খ্যাত শামীমকে ধরতে মাঠে নামেন।  শহরের ঘোপ সেন্ট্রল রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোর নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ পৌনে ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১৯শে মার্চ কোতয়ালি থানায় একটি মামলা হয়। মামলা নং ৭২। বিষয়টি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেন যশোর ডিবির ওপর। তারপরই শুরু হয় তথ্য প্রযুক্তি ব্যবহার। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করা হয়।  শহরের রাসেল চত্বর এলাকা থেকে তাকে পাকড়াও করেন ডিবির এলআইসি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম চুরির দায় স্বীকার করে। শহরের ঝুমঝুম এলাকা থেকে আজগর নামে আরও এক ব্যক্তিকে রাতে গ্রেফতার করে ডিবি। 
উল্লেখ্য, শামীম একজন পেশারদার চোর। সে এর আগে বহুবার চুরি করে ধরা পড়েছে। এলাকায় তাকে সবাই স্পাইডার ম্যান চোর নামে ডাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *