লালমনিরহাট-বুড়িমারী বাউড়া স্টেশনে রুটে দীর্ঘ ১৪ বছর পর অপারেশনাল কার্যক্রম চালু

রুমন হোসেন জিলহজ্ব,
লালমনিরহাট প্রতিনিধি:

জানা যায় যে, লালমনিরহাট-বুড়িমারী রুটে বাউড়া স্টেশন দীর্ঘ ১৪ বছর অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় স্টেশনটি ট্রেন ক্রসিং বন্ধ ছিলো।
যার কারণে হাতিবান্ধা-বুড়িমারী স্টেশনের মধ্যে ট্রেন সঠিক সময়ে পরিচালনা ও ক্রসিংয়ে বিড়ম্বনায় পড়তে হতো পাশাপাশি হাতিবান্ধা স্টেশনে বুড়িমারী থেকে আসা ট্রেনের জন্য দীর্ঘ সময় ট্রেনকে ক্রসিংয়ের অপেক্ষায় থাকতে হতো।

ফলে যাত্রীরাও ঘন্টার পর ঘন্টা ভোগান্তির শিকার হতো। তাই নির্বিঘ্নে ও ভোগান্তি এড়াতে দীর্ঘ ১৪ বছর অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকার পর আজ (১৩ মার্চ) ‘বাউরা’স্টেশনটি আপারেশনাল কার্য্যক্রম চালু করা হলো।

এই সময় স্টেশন মসজিদের ইমাম এর মধ্যমে নিরাপদ ট্রেন চলাচলের জন্য দোয়া করা হয়।
৬৬নং বুড়িমারী কমিউটার এর প্রথম লাইন ক্লীয়ার এর মাধ্যমে স্টেশনের কার্যক্রম শুরু করা হল।

এই সময় উপস্হিত ছিলেন, ATO -1, ACO-1,SSAE SIG /LMH, SM BRX, সহ স্টেশনের কর্তব্যরত কর্মচারীবৃন্দ, তারা বলেন
এই স্টেশনটি চালু করা খুব প্রয়োজন ছিলো। হাতিবান্ধা-বুড়িমারী, প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ পথের মাঝে মোট ৬ টি স্টেশন। যারমধ্যে ক্রসিং হতো শুধুমাত্র হাতিবান্ধা স্টেশনে।

তাই হাতিবান্ধা স্টেশনে ক্রসিংয়ের অপেক্ষায় মাঝে-মধ্যে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হতো ট্রেনগুলোকে। অবশেষে এই স্টেশনে অপারেশনাল কার্যক্রম চালু যা খুবই প্রয়োজন ছিলো।

সংশ্লিষ্ট কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *