জানগৃহ কিন্ডার গার্ডেন এন্ড স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০২৪

মো:জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার :গাইবান্ধা সদর উপজেলা,

গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড গিদারী কাউন্সিল বাজার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয় না অনুষ্ঠিত হয়েছে। স্থান গিদারী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, ১০মার্চ রোজ রবিবার সময় সকাল ১০ ঘটিকা, জান গিরি হোক কিন্ডার গার্টেন বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত, থাকেন, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সদর উপজেলার সংগ্রামী সাবেক, সভাপতি মো: আসিফ সরকার,ও প্রতিষ্ঠাতা পরিচালক মো :রাসেল সরকার জ্ঞানগৃহ কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল,উক্ত বাঁশি ক্রীড়া প্রতিযোগিতায় সঞ্চালায় ছিলেন,মো: আব্দুল মুত্তালিব বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা উদ্বোধন করেন রেজান্নবী সরকার, ও মো :রায়হান সরকার, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মো :মিঠু মিয়া শিক্ষক রহমান নগর কারিগরি স্কুল এন্ড কলেজ।উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও অভিভাবক বিন্দুরা,অনুষ্ঠান শেষে সভাপতি তার বক্তব্য দেন, এবং আসিফ সরকার বলেন এই কিন্ডার গার্ডেন এন্ড স্কুলের পরিচালক যিনি, রাসেল সরকার অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন । আজ আমি ছোট করবো না এত সুন্দর করে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো বলেন কিন্ডার গার্ডেনের অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। শুধু ইস্কুলের শিক্ষকদের কাজ নয় একজন মেধাবী ছাত্র বানানো তাদের পাশাপাশি খেলাধুলা বিনোদন সবদিকেই থাকতে হবে এবং অভিভাবকের করা নজর থাকতে হবে, তাহলে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী বিকাশিত হবে এই কিন্ডারগার্ডেনে। আরো বলেন এই কিন্ডারগার্টেন যেন গাইবান্ধা সদরের মধ্যে মডেল কিন্ডারগার্ডেনে, পরিণত হয় এই আশা ব্যর্থ করে সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *